ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
​রাঙামাটিতে শীতার্তদের পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম: শীতবস্ত্র বিতরণ
মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 6:01 PM

​রাঙামাটিতে শীতার্তদের পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম: শীতবস্ত্র বিতরণ

​রাঙামাটিতে শীতার্তদের পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম: শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি পার্বত্য জেলার শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং পর্যটন ও নার্সিং ইনস্টিটিউটের আহ্বায়ক মো. হাবীব আজম। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শহরের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।​

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় কাঠালতলী গোডাউন সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বাবু দয়াল দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদের সভাপতি মো. বাবুল আলী, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী মৈত্রী বিহারের সভাপতি বাবু পুর্নেন্দু বিকাশ চাকমা, সমাজসেবক মো. মাইনুদ্দিন, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক জাভেদ সিদ্দিক, বনরূপা ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. বেলাল এবং কাঠালতলী দুর্গা মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু পুলক শীল।

​বক্তব্য ও মানবিক আহ্বান: সভাপতির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, শীত শুধু একটি ঋতু নয়, এটি অসহায় মানুষের জন্য এক কঠিন বাস্তবতা। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিদের দায়িত্ব কেবল সভা-সমাবেশে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, মো. হাবীব আজম একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওমর মোরশেদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। কনকনে শীতে উষ্ণ কাপড় পেয়ে স্থানীয় এলাকাবাসী মো. হাবীব আজমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status