|
দীঘিনালায় বিজিবির কম্বল ও চিকিৎসা সহায়তা প্রদান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় বিজিবির কম্বল ও চিকিৎসা সহায়তা প্রদান শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মানবিক এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি। তাঁর নেতৃত্বে চিকিৎসক দল শিশু, নারী ও বয়স্কদের সাধারণ রোগ, শীতজনিত অসুস্থতা ও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, পাহাড়ি এই এলাকায় শীত মৌসুমে চিকিৎসা সেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে। অনেক দরিদ্র মানুষ আর্থিক সংকটের কারণে হাসপাতালে যেতে পারেন না। এমন বাস্তবতায় বিজিবির এই উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির সম্পৃক্ততা রাষ্ট্র ও জনগণের মধ্যকার আস্থার বন্ধনকে আরও দৃঢ় করে। শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তার মতো উদ্যোগ পাহাড়ি অঞ্চলের সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচি শেষে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
