ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
জাতীয় ঐক্য ও জুলাই সনদ রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের আহ্বান
উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান
এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া
প্রকাশ: Saturday, 17 January, 2026, 8:18 PM

উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান

উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান

পানি সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নির্মিত রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে তিনি রিজার্ভার এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি, কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হারভেস্টিং একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। পালংখালীর এই রিজার্ভার স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির সংকট ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে বৃষ্টির পানি সংরক্ষণসহ পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

পরিদর্শন শেষে তিনি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন এবং স্থানীয় জনগণকে রিজার্ভার সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পালংখালী রেইন ওয়াটার রিজার্ভারটি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে শুষ্ক মৌসুমে স্থানীয় জনগণের নিরাপদ পানির চাহিদা পূরণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status