|
জাতীয় ঐক্য ও জুলাই সনদ রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের আহ্বান
উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান
এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া
|
![]() উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে তিনি রিজার্ভার এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি, কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হারভেস্টিং একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। পালংখালীর এই রিজার্ভার স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির সংকট ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে বৃষ্টির পানি সংরক্ষণসহ পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। পরিদর্শন শেষে তিনি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন এবং স্থানীয় জনগণকে রিজার্ভার সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পালংখালী রেইন ওয়াটার রিজার্ভারটি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে শুষ্ক মৌসুমে স্থানীয় জনগণের নিরাপদ পানির চাহিদা পূরণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
