ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৩ মাঘ ১৪৩২
তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র: জয়নুল আবদিন ফারুক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 January, 2026, 9:12 PM

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র: জয়নুল আবদিন ফারুক

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র: জয়নুল আবদিন ফারুক

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নয়নশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তাকে প্রাধান্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে নির্মম নির্যাতন ও দমন-পীড়নের মধ্য দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবিরাম আন্দোলন-সংগ্রাম চালিয়েছে দেশের মানুষ। সেই ধারাবাহিক আন্দোলনের ফলেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে জনগণ।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গোলটেবিল বৈঠকের শিরোনাম ছিল শিক্ষকদের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা সংস্কার, বেগম খালেদা জিয়ার অবদান এবং তারেক রহমানের শিক্ষানীতির জাতীয়করণ ভাবনা।

জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের আন্তরিক প্রচেষ্টা ও দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে দেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত ভোটাধিকার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে ব্যাহত করতে পারবে না।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা ও শিক্ষকবান্ধব অবদানের কথা তুলে ধরে বলেন, জিয়াউর রহমান শিক্ষা সংস্কারের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়াও শিক্ষকদের মর্যাদা ও শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান।’ জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম। সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম, অধ্যাপক সালাহউদ্দিন আহমদ, প্রিন্সিপাল ইশরাত জাহান, হোসনেয়ারা বেগম, অধ্যাপক মনিরুল ইসলাম ও অ্যাডভোকেট আলমগীর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ড. মোশাররফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মেসবাহউদ্দিন সাবু (মরণোত্তর) এবং প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status