|
বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা বাড়িতে যাতায়াতের জন্য ওই পথটি ব্যবহার করে আসছিলেন। এটি তাদের বাড়িতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র রাস্তা। তবে হঠাৎ করেই কোনো ধরনের পূর্ব নোটিশ, আলোচনা বা সমঝোতা ছাড়াই বাড়ির মূল দরজার সামনে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে অস্থায়ী বেড়া স্থাপন করা হয়। এতে করে পরিবারটির স্বাভাবিক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, বাড়ির দরজার সামনে শক্তভাবে বসানো বাঁশের বেড়ার কারণে ভেতর থেকে বের হওয়া বা বাইরে থেকে প্রবেশ করার কোনো সুযোগ নেই। জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসা, বাজার করা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সবকিছুই এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ সদস্যদের নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। আফজাল হোসেন অভিযোগ করে বলেন, আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। বছরের পর বছর ধরে এই পথ দিয়েই আমরা চলাচল করছি। হঠাৎ করে এভাবে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়ায় আমরা বন্দি হয়ে পড়েছি। এটি মানবিকভাবে অমানবিক। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, কোনো পরিবারকে এভাবে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়া আইন ও মানবিকতার পরিপন্থী। দ্রুত বিষয়টির সুরাহা না হলে সেখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয়রা আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকলেও তা আলোচনার মাধ্যমে বা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। নিজের হাতে আইন তুলে নিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী পরিবারটি ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণ করে বাড়িতে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিবারটি এই দুর্ভোগ থেকে মুক্তি পায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
