|
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খালেদা জিয়ার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দীঘিনালা উপজেলার মেরুং রোডস্থ কালাচাঁদ মহাজন পাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত এ উঠান বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়নসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণচন্দ্র চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এছাড়া উঠান বৈঠকের সার্বিক পরিচালনায় ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ মোবারক হোসেন মহিন। এ সময় কালাচাঁদ মহাজন পাড়া এলাকার পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন অত্র এলাকার কার্বারি কমল জ্যোতি চাকমা ও বেতছড়ির কার্বারি হেমাব্রত চাকমা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
