ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
মিথ্যা মামলায় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সৌরভ আটক,নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ফুলবাড়ী
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 17 January, 2026, 12:41 PM

মিথ্যা মামলায় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সৌরভ আটক,নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ফুলবাড়ী

মিথ্যা মামলায় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সৌরভ আটক,নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পরিকল্পিতভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফুলবাড়ী উপজেলা। তার নিঃশর্ত মুক্তি এবং ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাঈমসহ সংশ্লিষ্ট এসআইদের অপসারণের দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিটি ফুলবাড়ী থানা গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান নিয়ে মানববন্ধন পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানায়। কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের রাজপথ কাঁপানো একজন সাহসী, ত্যাগী ও পরিচিত ছাত্রনেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং বিপ্লবী শক্তিকে দমন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ‘ছাত্রলীগ’ পরিচয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গভীর ষড়যন্ত্রমূলক।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল হাই সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিদরাতুল সবুজ, সদস্য সচিব আযান আহমেদ শাওন, মুখ্য সংগঠক আল ইমরান, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়া, সবুজ মিয়াসহ আরও অনেক ছাত্রনেতা ও আন্দোলনকারী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,
যিনি জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে রাজপথে বুক পেতে দিয়েছিলেন, আজ তাকেই স্বৈরাচারের দোসর বানিয়ে হাজতে পাঠানো হয়েছে। এটি শুধু একজন নেতার বিরুদ্ধে অন্যায় নয়, বরং পুরো জুলাই গণঅভ্যুত্থান এবং এর শহীদ ও যোদ্ধাদের প্রতি চরম অবমাননা।”
তারা আরও অভিযোগ করেন, ফুলবাড়ী থানার বর্তমান ওসি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। তার এমন কর্মকাণ্ড এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং বিপ্লবী ছাত্রদের ভয় দেখিয়ে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মিথ্যা মামলায় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সৌরভ আটক,নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ফুলবাড়ী

মিথ্যা মামলায় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সৌরভ আটক,নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ফুলবাড়ী

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা তিন দফা জোরালো দাবি উত্থাপন করেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহজালাল হোসেন সৌরভকে সসম্মানে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা, কাল্পনিক ও রাজনৈতিক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।বিপ্লবী ছাত্রদের হয়রানি ও হয়রানিমূলক গ্রেপ্তারের দায়ে ফুলবাড়ী থানার ওসি ও সংশ্লিষ্ট এসআইদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে কুড়িগ্রাম জেলাজুড়ে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে পুরো জেলা অচল করে দেওয়ার মতো কর্মসূচিতেও তারা যেতে বাধ্য হবেন বলে জানান।

এদিকে বিক্ষোভ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ফুলবাড়ী থানার ওসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওসি মাহমুদুল হাসান নাঈম জানান, বিষয়টি ভুলবশত  ঘটেছে এবং শাহজালাল হোসেন সৌরভের নিঃশর্ত মুক্তির জন্য তিনি সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status