ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৩ মাঘ ১৪৩২
দুর্গাপুরে ৩ দিনব্যাপী গারো সম্প্রদায়ের বার্ষিক সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 January, 2026, 8:58 PM

দুর্গাপুরে ৩ দিনব্যাপী গারো সম্প্রদায়ের বার্ষিক সভা

দুর্গাপুরে ৩ দিনব্যাপী গারো সম্প্রদায়ের বার্ষিক সভা

‘‘বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর গ্রামে, তিনদিনব্যাপি গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) এর ১২৮তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাস্টার আশীষ কুমার সাংমা।

প্রার্থনা শেষে, বিভিন্ন গ্রাম থেকে আগত গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য, গান এবং সংকীর্তন পরিবেশন করেন। পরবর্তিতে আলোচনা সভায় সেন্ট্রাল কমিটির কর্মকর্তাগণ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে রাখেন। এ সময় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পাস্টার পুলিন রাংসা, ডিকনেস ধিজারসন চাম্ভুগং, পাস্টার সমীরণ রেমা, পাস্টার মলয় রংমা, পাস্টার অমুল্য দাওয়া, ডিকনেস আর্নিশ মান্দা প্রমুখ।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত খ্রিষ্টভক্তগণ অংশ নেন। প্রতিদিন দ্বারোদঘাটন, অভ্যর্থনা, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবেদন পাঠ, সংকীর্তন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান চলমান থাকে। এ ছাড়া হিসাব-নিকাশ করা ও কনভেনশন কীভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা সহ দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়।

আগামী রবিবার অবগাহন ক্লাব এবং অবগাহন প্রদান, ফলাফল ও পুরস্কার বিতরণ, রাবিবারিক উপাসনা, সভ্যপদ গ্রহন, অভিষেক, প্রভুর ভোজগ্রহন, নির্বাচনী ফলাফল ও শপথবাক্য পাঠ, দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে শেষ হবে এই সভা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status