ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৩ মাঘ ১৪৩২
রমজান মাসে বইমেলা : সৃজনশীল প্রকাশনার অশনিসংকেত
গফুর হোসেন
প্রকাশ: Saturday, 17 January, 2026, 9:00 PM
সর্বশেষ আপডেট: Saturday, 17 January, 2026, 9:09 PM

রমজান মাসে বইমেলা : সৃজনশীল প্রকাশনার অশনিসংকেত

রমজান মাসে বইমেলা : সৃজনশীল প্রকাশনার অশনিসংকেত

সৃজনশীল প্রকাশনা শিল্প আজ এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রূপক অর্থে একে আইসিইউতে শয্যাশায়ী বললেও ভুল হবে না। ধারাবাহিক অর্থনৈতিক চাপ, পাঠকসংখ্যা কমে যাওয়া, কাগজ ও মুদ্রণ ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি—সবকিছু মিলিয়ে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আজ টিকে থাকার জন্য এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে। অনেক প্রকাশক ইতোমধ্যেই কার্যত ‘লাইফ সাপোর্টে’ চলে গেছেন।

ঠিক এই চরম দুর্দিনে অমর একুশে বইমেলার মতো দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বইমেলা পবিত্র রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত প্রকাশনা শিল্পের সংকটকে আরও ঘনীভূত করেছে।

বইমেলা সৃজনশীল প্রকাশনার প্রধান আর্থিক ভিত্তি। বছরের বড় একটি অংশের বিনিয়োগ ও টিকে থাকার হিসাব নির্ভর করে এই এক মাসের মেলার ওপর। কিন্তু রমজান মাস বাস্তবতায় ভিন্ন। এ মাসে পাঠকের চলাচল সীমিত থাকে, কেনাকাটার ধরণ বদলে যায়, সময় সংকুচিত হয়। ইফতার, তারাবি ও ধর্মীয় ইবাদতের কারণে বইমেলায় স্বাভাবিক ভিড় ও বিক্রির সুযোগ তৈরি হয় না। ফলে মেলার আয়োজন থাকলেও প্রকাশকদের কাঙ্ক্ষিত বিক্রি হয় না—বরং লোকসানের আশঙ্কাই বেড়ে যায়।

দুঃখজনক হলেও সত্য, বইমেলা রমজান মাসে আয়োজনের বিষয়ে একটি পক্ষ অনড় অবস্থানে রয়েছে। অথচ অপর পক্ষে দেশের সৃজনশীল প্রকাশকদের বৃহৎ অংশ মনে করে— রমজান মাসে  বইমেলা হলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বে। প্রকাশকদের বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত বিক্রি তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই ন্যূনতম খরচ ওঠানোও কঠিন হয়ে পড়বে।

বইমেলা কোনো একক অনুষ্ঠান নয়; এটি একটি সম্পূর্ণ শিল্পের অর্থনৈতিক চক্রের কেন্দ্রবিন্দু। এখান থেকেই বহু প্রকাশকের বছরের মূল আয়ের বড় অংশ আসে। সেই মেলার সময়সূচি নির্ধারণে যদি শিল্পের বাস্তবতা, প্রকাশকদের সক্ষমতা এবং পাঠকের স্বাভাবিক আচরণ উপেক্ষিত হয়, তবে তা গোটা প্রকাশনা ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে। প্রশ্ন উঠতেই পারে—এই সিদ্ধান্ত কি বৃহত্তর প্রকাশনা শিল্পের স্বার্থে, নাকি গুটিকয়েক প্রকাশকের সুবিধা বিবেচনায় নেওয়া হচ্ছে?

সৃজনশীল প্রকাশনা শিল্প শুধু একটি ব্যবসা নয়; এটি ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার ধারক। এই শিল্পের দুর্বলতা মানে ভবিষ্যৎ প্রজন্মের পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর আঘাত। তাই আইসিইউতে থাকা এই শিল্পকে আরও ঝুঁকির মুখে না ঠেলে প্রয়োজন বাস্তবসম্মত সিদ্ধান্ত, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সময়োপযোগী পরিকল্পনা। নইলে লাইফ সাপোর্টে থাকা এই শিল্পকে বাঁচানোর সুযোগও একসময় হারিয়ে যাবে।


লেখক: মোঃ গফুর হোসেন, 
সাধারণ সম্পাদক, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status