ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
দূরদর্শিতার অভাবে হারিয়ে যাওয়া এক প্রযুক্তি সাম্রাজ্য
রিয়াজুল হক
প্রকাশ: Thursday, 8 January, 2026, 6:08 PM
সর্বশেষ আপডেট: Thursday, 8 January, 2026, 6:14 PM

দূরদর্শিতার অভাবে হারিয়ে যাওয়া এক প্রযুক্তি সাম্রাজ্য

দূরদর্শিতার অভাবে হারিয়ে যাওয়া এক প্রযুক্তি সাম্রাজ্য

জেরি ইয়ং এবং ডেভিড ফিলো নামের দুই উদ্যোক্তা ১৯৯৪ সালে ইন্টারনেটভিত্তিক জায়ান্ট প্রতিষ্ঠান ‘ইয়াহু’ প্রতিষ্ঠা করেছিলেন। ইন্টারনেট বিকাশের উপযুক্ত সময়েই ইয়াহুর আবির্ভাব।

১৯৯৭ সালে গুগলকে ১ মিলিয়ন ডলার দিয়ে কেনার সুযোগ পেয়েও গ্রহণ করেনি ইয়াহু। কারণ ইয়াহু তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ট্রাফিক অন্য কোথাও যেতে দিতে চাচ্ছিল না। প্রতিষ্ঠানটি চেয়েছিল তাদের নিজেদের ওয়েবসাইটেই যেন ব্যবহারকারীরা বেশি থাকে। অধিগ্রহণে তার আগ্রহ ছিল না।

এর ৫ বছর পর, ২০০২ সালে ৩ বিলিয়ন ডলারে নিজেদের স্টার্টআপ বিক্রির প্রস্তাব নিয়ে আবারও ইয়াহুর দরজায় কড়া নেড়েছিলেন গুগলের দুই প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। কিন্তু এবারও ভুল করল ইয়াহু। ইয়াহু’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেমেল ৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে গুগল কেনার চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে, সেসময় প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল কমপক্ষে ৫ বিলিয়ন মার্কিন ডলার।

২০০৫ সালে ই-কমার্স জায়ান্ট আলিবাবার ৪০ শতাংশ শেয়ার মাত্র ১ বিলিয়ন ডলারে কিনেছিলেন ইয়াহু। যার বর্তমান বাজার মূল্য ৮০ বিলিয়ন ডলার অর্থাৎ ৮০ গুণ বেশি। অথচ দূরদর্শিতার অভাবে ২০১২ এবং ২০১৪ সালে আলিবাবার ২৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় এবং বর্তমানে ইয়াহুর হাতে আছে আলিবাবার মাত্র ১৫ শতাংশ মালিকানা।

২০০৬ সালে মার্ক জাকারবার্গ ফেসবুক মাত্র এক বিলিয়ন ডলারে ইয়াহুর কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু ইয়াহু ৮৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল। মাত্র ১২৫ মিলিয়ন ডলারের জন্য ফেসবুক না কেনা ছিল চরম হটকারী সিদ্ধান্ত। যার ফলে, মার্ক জাকারবার্গ চুক্তি থেকে সরে আসেন। ছবি শেয়ারিং অ্যাপ্লিকেশন ফ্লিকর এবং টাম্বলার অধিগ্রহণ করেও ইহাহু কোন লাভের মুখ দেখতে সক্ষম হয়নি।

২০০৮ সালে ইহাহু ব্যবসায়িক ধাক্কা সামলানোর জন্য যখন বিপুল সংখ্যক কর্মীও ছাঁটাই করে, মাইক্রোসফট ৪৪.৬ বিলিয়ন ডলারের মাধ্যমে ইহাহু কিনে নেবার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নিজেদের কোম্পানির অবমূল্যায়ন করা হয়েছে, এই কারণে ইহাহু সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।

অথচ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজন সেই দাপুটে সার্চ ইঞ্জিন ইয়াহুর সব শেয়ার ৪.৮ বিলিয়ন ডলারে সম্প্রতি অধিগ্রহণ করার ঘোষণা দেয়।

এই হচ্ছে অদূরদর্শী ইহাহু। ইয়াহুর সবচেয়ে বড় দুর্বলতা ছিল তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এখানে তাদের ব্যবস্থাপনাকে অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। অনেকগুলো বাণিজ্যিকভাবে সফল ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণের সুযোগ তারা নষ্ট করেছে এবং নিজেদের অবস্থান ধরে রাখার জন্য ভিশনারী কৌশল সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। মূলত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই কর্পোরেট দুনিয়ায় টিকে থাকার মূলনীতি।

লেখকঃ রিয়াজুল হক, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status