ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
প্রকাশ: Tuesday, 2 December, 2025, 5:09 PM

রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

​ শীতার্ত অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙ্গামাটিতে অর্ধশতাধিক দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)। শীতের শুরুতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সুবিধাভোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং স্থানীয়দের মতে এটি সমাজে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা আরও জোরালো করবে।

​আজ ০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তীতে অবস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​সেনাবাহিনীর মানবিক ভূমিকা অব্যাহত থাকবে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। ​তিনি তাঁর বক্তব্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক ভূমিকার ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। জোন কমান্ডার আশ্বাস দেন, ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ। 

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ​জনাব রনদীর চক্রবর্তী, প্রধান পুরোহিত, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, ​জনাব নির্মল চক্রবর্তী, সভাপতি, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ কমিটি, ​জনাব বাবলা মিত্র, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কৈবল্যকুন্জ (রামঠাকুর) মন্দির, ​জনাব পরিমাল মণ্ডল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, ​জনাব অনিক মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি ​এলাকার প্রায় ৬৫-৭০ জন হিন্দু ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

​স্থানীয়রা জানান, তীব্র শীতের আগে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের জন্য সেনাবাহিনীর এই শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগী এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সেনাবাহিনীর দায়িত্ববোধের প্রতিফলন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status