|
বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষকদের জন্য ৭২ ঘণ্টার প্রশিক্ষণ শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষকদের জন্য ৭২ ঘণ্টার প্রশিক্ষণ শুরু মঙ্গলবার (০২ ডিসেম্বর) অনলাইনে অনুষ্ঠিত উদ্বোধনী সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের দ্বিতীয় সচিব কিওহেই ইয়ামামোটো, জাপান ফাউন্ডেশনের জাপানি ভাষা বিশেষজ্ঞ টেকেও উজাওয়া এবং টময়ুকি ফুকুই। অতিথিরা তাঁদের বক্তব্যে জালটাবের কার্যক্রমের প্রশংসা করে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রশিক্ষণে সর্বোচ্চ দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোহাম্মদ আনসারুল আলম, কুনিয়াকি ওকাবায়াশি এবং ড. মো. মনির উদ্দিন। জালটাবের সভাপতি প্রফেসর ড. আনসারুল আলম জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষকরা আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষণ কৌশল সম্পর্কে আরও দক্ষ হবেন। তিনি আরও বলেন, “বাংলাদেশে জাপানি ভাষার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এমন প্রশিক্ষণ শিক্ষকদের ক্ষমতায়ন করে দেশে ভাষা শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে”। উল্লেখ্য ২০১৬ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত জালটাব দেশের জাপানি ভাষা শিক্ষকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম। এই সংগঠন ইতিমধ্যে বিভিন্ন স্তরের কর্মসূচি চালিয়ে এসেছে, যা জাপানি সংস্কৃতি ও ভাষার প্রসারে অবদান রাখছে। প্রশিক্ষণটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) সহায়তায় পরিচালিত হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
