|
বরগুনার পাথরঘাটায় মুখোশধারীদের হামলায় ছাত্রদল নেতা গুরুতর আহত
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() বরগুনার পাথরঘাটায় মুখোশধারীদের হামলায় ছাত্রদল নেতা গুরুতর আহত ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায়। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটা পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়ে পাথরঘাটা কলেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মুখোশধারী চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর মুখোশ পরে গুপ্ত হামলা চালানো হচ্ছে। এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। অন্যদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
