ডিআইজিকে ছাত্রদের লাঞ্ছনা হুমকি-ধমকির ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
|
ময়মনসিংহর রেঞ্জ ডিআইজি অফিসে গিয়ে ডিআইজি ডক্টর আশরাফুর রহমানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একদল যুবক চরমভাবে লাঞ্চনা ও হুমকির ধমকির ভিডিও ভাইরাল নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা সমন্বয়ে একটি দেখা না গেলেও ছাত্রদের নামে ডিআইজি অফিস অফিস কক্ষে এভাবে দিন-দুপুরে হুমকি-ধুমকির বিষয়ে হতবাক পুলিশ সহ ময়মনসিংহের সরকারি কর্মকর্তা। ব্যবসায়ী মহলসহ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। গত ২৯ ডিসেম্বর দুপুর বারোটার দিকে ডিআইজির অফিসে এই অপ্রীতিকর ঘটনা সংগঠিত হলো এখনো ময়মনসিংহের পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে সাহস পায়নি। সদর কোতোয়ালী থানার ওসি শফিকুর রহমান জানান বিষয়টি আমরা তদন্ত করছি। এই ঘটনা ফ্যাসিবাদী চক্রের ইন্ধন থাকতে পারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ২৯ ডিসেম্বর দুপুরে একদল ছাত্র জোরপূর্বক ডিআইজি অফিসের ডিআইজির কক্ষে ঢুকে ডিআইজির বিরুদ্ধে একটি দলের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়া, টেন্ডারবাজিতে জড়িত হওয়া ও গৌরীপুরে ছাত্র হত্যার আসামিদের গ্রেপ্তার না করার বিষয়ে অভিযুক্ত করে হৈচৈ শুরু করে। ডিআইজি কি হুমকি-ধমকি দিয়ে তারা চরমভাবে লাঞ্চিত করে। সদস্যদের ও ঠেলা ধাক্কা দিয়ে মার মুখি ভাবে স্লোগান দিয়ে আতংকগ্রস্ত করে। ডিআইজির বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযোগ এনে একাধিক ছাত্র উত্তেজিতভাবে ধমকি দিয়ে বক্তব্য দেয়। ময়মনসিংহ শহরের ২৯ শে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে সাগর তারা আসামিদের নিয়েও কথা বলে। তবে এ বিষয়ে ডিআইজি ডক্টর আশরাফুর রহমান বাংলা বাজার পত্রিকা কে জানান তার অফিসে এসে হামলা করা ছাত্রদের নামে এতে ফ্যাসিবাদী চক্রের ইন্ধন রয়েছে। মূলত ময়মনসিং শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলায় নিহত সাগর হত্যা মামলার এজারভুক্ত আসামি জাসদ ইনু ময়মনসিংহ জেলা সভাপতি মিন্টু কাউন্সিলরের গ্রেপ্তার নিয়ে তারা সিনক্রেট করার চেষ্টা করছে। গত ২৮ ডিসেম্বর সাগর হত্যার এজাহারভুক্ত আসামি মিন্টু কাউন্সিলরকে যৌথ বাহিনী গ্রেফতার করে পুলিশের হস্তান্তর করে। তার অফিসে আসা যুবকদের একটি অংশ রাতেই থানায় গিয়ে মিন্টু কাউন্সিলর কে ছাড়িয়ে নিতে পুলিশকে চাপ দেয়। ছাত্র হত্যা মামলার এজহারভুক্ত আসামিকে তানা পুলিশ অপারগতা প্রকাশ করায় পরদিন সকালে ওই যুবকরাই আমার অফিসের এসে তাণ্ডব তৈরি করে। বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীর কিছু দোসর কাউন্সিলর ও কিশোর গ্য্ তৈরি করে সরকারি অফিস সহ ব্যবসায়ী মহলে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আসছে। আমরা হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নামে ময়মসিং সদরের সাবেক এমপি শান্ত ও সাবেক সিটি মেয়র টিটুর গোপন ইন্দনে ছাত্রদের নাম ভাঙ্গে একাধিক কিশোর জ্ঞান গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্থানীয় সমন্বয়কদের সাথে যোগাযোগ করে আমরা কাজ করছি। তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ অস্বীকার করে ডিআইজি ডঃ আশরাফুর রহমান বলেন সরকারের নির্দেশনা মোতাবেক এখন জনগণের পুলিশ গড়ে তুলতে জনগণের সাথে মতবিনিম্নের জন্য প্রতি শুক্রবার শনিবার বিভিন্ন জেলা সভা করে যাচ্ছি। উত্তেজিত যুবকদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। আইন-শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর করে স্বার্থ হাসিলের জন্য ফ্যাসিবাদী চক্র নানা কায়দায় অস্থিরতা তৈরির জন্য চেষ্টা করছে। ময়মনসিংহের পুলিশ সুপার আক্তারুল আলম জানান, আমি এই জেলায় নতুন জয়েন করেছি। অনাকাঙ্ক্ষিত ডিআইজি অফিসের ঘটনাটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। এদের পিছনে কারা জড়িত এবং কি উদ্দেশ্য তা আমরা খতিয়ে দেখছি। দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |