পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস উর্বশীর
নতুন সময় ডেস্ক
|
![]() পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস উর্বশীর তবে এবার নতুন করে বিতর্কে জড়ালেন। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বাথরুম পোশাক পরিবর্তনের ভিডিও। অভিনেত্রী দাবি করেছেন এ ভিডিও তিনি ইচ্ছাকৃত ভাবে ফাঁস করেছিলেন। ![]() পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস উর্বশীর অবশ্য উর্বশীর ওই ভিডিও আসলে ‘ঘুসপেঠিয়ে’ নামের এক ছবির দৃশ্য। বাথরুমে পোশাক পরিবর্তনের ভিডিওর বিষয়ে উর্বশী বলেন, ‘ছবির নির্মাতাদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। তাই তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলেন।’ ‘আর তারপরই তারা ওই ভিডিও ব্যবহারের জন্য আমার কাছে অনুমতি চান। এমন নয়, দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবুও তারা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।’ প্রসঙ্গত, ছবিটি বক্স অফিসে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। কিন্তু যাবতীয় পরিকল্পনা সত্ত্বেও ক্রাইম ড্রামা গোত্রের ছবিটি বক্স অফিসে তেমন আয় করতে পারেনি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |