প্রিয়াঙ্কার নাভিতে ৩ কোটি টাকার হীরা
নতুন সময় ডেস্ক
|
![]() প্রিয়াঙ্কার নাভিতে ৩ কোটি টাকার হীরা এখন তিনি কিছুদিনের জন্য দেশে ফিরে এসেছেন এবং তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভারতীয় সিনেমায় দীর্ঘদিন পর ফিরে আসছেন প্রিয়াঙ্কা, এবারের প্রোজেক্ট দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলির সিনেমা। মুম্বাইয়ে এসে যখন ক্যামেরায় ধরা পড়লেন, তখনই তাঁর দৃষ্টি আকর্ষণকারী লুকটি সবার চোখে পড়ল। এদিন প্রিয়াঙ্কা পরেছিলেন একটি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় কো-অর্ড সেট, যা ছিল সাদা-কালো রঙে। এর সঙ্গে কালো ক্রপ ট্যাংক টপ প্রিয়াঙ্কার স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। জানা গেছে, তাঁর পরনের ডিয়োর ব্র্যান্ডের এই কো-অর্ড সেটের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর নাভিতে থাকা হীরা, যা দামি হওয়ার পাশাপাশি স্টাইলের এক নতুন মাত্রা যোগ করেছে। এই হীরাটির মূল্য তিন কোটি টাকা বলে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কার পোশাকের সঙ্গে হালকা অলংকার ছিল, যেমন সোনালি হুপ কানের দুল, ব্রেসলেট, এবং আঙুলে আংটি, যা তাঁর লুককে সম্পূর্ণ করে তুলেছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |