ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, এরপর যা ঘটলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 8:42 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 September, 2025, 9:32 PM

একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, এরপর যা ঘটলো

একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, এরপর যা ঘটলো

ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। শ্বশুর-শাশুড়ি ও ননদদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়ে একই প্রেমিকের সঙ্গে পালান দুই গৃহবধূ। তবে পুলিশের হাতে ধরা পড়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপরই দুই ভাই অভিযোগ করেন, তাদের স্ত্রীদের নিয়ে পালিয়েছেন প্রতিবেশী যুবক আরিফ মোল্লা। আরিফের স্ত্রীও একই অভিযোগ তোলেন।

মঙ্গলবার বিষয়টি পুলিশের নজরে আসতেই শুরু হয় তল্লাশি অভিযান। শেষমেশ মোবাইল ফোন ট্র্যাক করে দুই জা’কে আটক করে পুলিশ। তবে এর আগেই পালিয়ে যান আরিফ। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশি জিজ্ঞাসাবাদে দুই গৃহবধূ স্বীকার করেন, পরিকল্পনা করেই তারা একই প্রেমিক আরিফের সঙ্গে পালান। যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য পালানোর আগে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ মিশিয়ে চা খাইয়ে দেন।

পুলিশ ভ্যানে বসেই ছোট বউ (জা) নাজমা বলেন, ‘আমরা একজনের সঙ্গেই পালিয়েছিলাম। তবে চায়ে কোনো বিষ নয়, কেবল ঘুমের ওষুধ মেশানো হয়েছিল।’ এসময় পাশে থাকা বড় জা কুলচানও বলেন, ‘হ্যাঁ, আমরা নিজেরাই ওষুধ মিশিয়েছিলাম। পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে, সেজন্যই।’

এ ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেমিক আরিফকে গ্রেপ্তারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status