|
একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, এরপর যা ঘটলো
নতুন সময় ডেস্ক
|
![]() একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, এরপর যা ঘটলো ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপরই দুই ভাই অভিযোগ করেন, তাদের স্ত্রীদের নিয়ে পালিয়েছেন প্রতিবেশী যুবক আরিফ মোল্লা। আরিফের স্ত্রীও একই অভিযোগ তোলেন। মঙ্গলবার বিষয়টি পুলিশের নজরে আসতেই শুরু হয় তল্লাশি অভিযান। শেষমেশ মোবাইল ফোন ট্র্যাক করে দুই জা’কে আটক করে পুলিশ। তবে এর আগেই পালিয়ে যান আরিফ। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশি জিজ্ঞাসাবাদে দুই গৃহবধূ স্বীকার করেন, পরিকল্পনা করেই তারা একই প্রেমিক আরিফের সঙ্গে পালান। যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য পালানোর আগে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ মিশিয়ে চা খাইয়ে দেন। পুলিশ ভ্যানে বসেই ছোট বউ (জা) নাজমা বলেন, ‘আমরা একজনের সঙ্গেই পালিয়েছিলাম। তবে চায়ে কোনো বিষ নয়, কেবল ঘুমের ওষুধ মেশানো হয়েছিল।’ এসময় পাশে থাকা বড় জা কুলচানও বলেন, ‘হ্যাঁ, আমরা নিজেরাই ওষুধ মিশিয়েছিলাম। পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে, সেজন্যই।’ এ ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেমিক আরিফকে গ্রেপ্তারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
