|
শ্রীপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই সুমন বাহিনীর তিনজন গ্রেপ্তার, টর্চারসেলে অস্ত্র উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই সুমন বাহিনীর তিনজন গ্রেপ্তার, টর্চারসেলে অস্ত্র উদ্ধার মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়াসাঙ্গুন গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশের চৌকশ দলের সদস্যরা। গ্রেফতারকৃত সদস্যরা হলেন-- কাঁঠালিয়া গ্রামের আশরাফুল ইসলাম (১৮), পোসাদিয়া গ্রামের আব্দুল শাহীদ (৩৫) এবং বড়নল গ্রামের কফিল উদ্দিন (৬৫)। তাদেরকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে জানায় পুলিশ। ![]() শ্রীপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই সুমন বাহিনীর তিনজন গ্রেপ্তার, টর্চারসেলে অস্ত্র উদ্ধার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান, গত রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাসী সুমন ও তার সহযোগী রাজিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করে, তার নিয়ন্ত্রণাধীন বরমী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাঁচটি আস্তানা রয়েছে। সুমনকে জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জানতে পারে, যেখানে সে ও তার বাহিনী অপহরণ, নির্যাতন এবং চাঁদাবাজির মতো অপরাধ সংগঠিত করতো। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে দেশীয় অস্ত্র ও একটি ইয়ারগান উদ্ধার করা হয় ওই স্থান থেকে। ইয়ারগানটি রাইফেল হিসেবে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করতো তারা। ![]() শ্রীপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই সুমন বাহিনীর তিনজন গ্রেপ্তার, টর্চারসেলে অস্ত্র উদ্ধার উল্লেখ্য:--- এর আগে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় শ্রীপুর উপজেলার নান্দিয়াসাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে সুমনকে আটক করে পুলিশের সদস্যরা। কিন্তু থানায় নেওয়ার পথে একাধিকবার তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা মোড়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং মোটরসাইকেল মহড়া দিয়ে পুলিশের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। তবে তিনদিন পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুনরায় অভিযান চালিয়ে সুমন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস দলের সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
