ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ওমর আলী
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 9:36 PM

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ওমর আলী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ওমর আলী

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ হারুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নূর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

সভায় আগত নেতৃবৃন্দ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status