|
আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জে মহান বিজয় দিবস উদযাপন দিবসটির কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক, খুলনা ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্যা আবু সাইদ, আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয় খুলনার উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন এবং আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল স্তরের সদস্যদের সামনে পাঠ করে শোনান সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী। এদিন বাদ যোহর নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনাসহ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
