|
ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মালিকবিহীন অবস্থায় বার্মিজ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড় টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
