ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
সাজ্জাদুল আলম খান, ভালুকা
প্রকাশ: Saturday, 23 August, 2025, 3:14 PM

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালের খাবার খাওয়ার পর থেকেই শরীরে অস্বাভাবিক ক্লান্তি ও ঘুমভাব দেখা দেয়। দুপুরের খাবারের পর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে রাতের কোনো একসময় অচেতন অবস্থার সুযোগে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ১০ লাখ টাকা ও অন্তত ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

রনুর পুত্রবধূ ইতি আক্তার বলেন, “মাঝরাতে ঘুম ভাঙলে দেখি ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো, আলমারি খোলা। তখনই বুঝতে পারি বাড়িতে ডাকাতি হয়েছে।”

এ ঘটনায় নুরুল ইসলাম রনু (৬০), তার স্ত্রী রহিমা (৫০), পুত্রবধূ ইতি আক্তার (৩০), অন্য ছেলে আমিরুল ইসলামের স্ত্রী বিপাশা (২৭), বিপাশার পিতা বাবুল মিয়া (৫৫), বাড়ির মিস্ত্রি তাজউদ্দিন এবং শিশু জীম আক্তার (৯) অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে সবাইকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর অসুস্থ রহিমা ও বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার জানান, প্রথমে খবর পান রনুর পরিবারের সবাই অসুস্থ। পরে রাত তিনটার দিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের তছনছ অবস্থা দেখতে পান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status