|
বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, ২০২৪ সালে বাকেরগঞ্জ-বরগুনা সড়কটি আঞ্চলিক মহাসড়কের মর্যাদা পেলেও এখনো মাত্র ১৮ ফুট প্রশস্ত। ৫৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি তীব্র বাঁক। প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন এ সড়ক ব্যবহার করে। কিন্তু সরু ও দুর্ঘটনাপ্রবণ হওয়ায় যাত্রীদের জীবনের ঝুঁকি চরমে পৌঁছেছে। ঘন ঘন দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনাও ঘটছে বলে বক্তারা উল্লেখ করেন। ![]() বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
