ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Saturday, 23 August, 2025, 3:08 PM

বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন

বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে বরগুনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা জানান, ২০২৪ সালে বাকেরগঞ্জ-বরগুনা সড়কটি আঞ্চলিক মহাসড়কের মর্যাদা পেলেও এখনো মাত্র ১৮ ফুট প্রশস্ত। ৫৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি তীব্র বাঁক। প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন এ সড়ক ব্যবহার করে। কিন্তু সরু ও দুর্ঘটনাপ্রবণ হওয়ায় যাত্রীদের জীবনের ঝুঁকি চরমে পৌঁছেছে। ঘন ঘন দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনাও ঘটছে বলে বক্তারা উল্লেখ করেন।

বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন

বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে ভোগান্তি, যাত্রীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা দ্রুত মহাসড়কটি চার লেনে উন্নীত করা এবং বাঁকগুলো অপসারণের জোর দাবি জানান। তারা বলেন, “এ সড়ক চার লেনে উন্নীত না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status