ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনার ২৪ ঘন্টা না পেরোতেই আবারও গুলিবিদ্ধ অটোরিকশা চালক
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 6 November, 2025, 8:37 PM

চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনার ২৪ ঘন্টা না পেরোতেই আবারও গুলিবিদ্ধ অটোরিকশা চালক

চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনার ২৪ ঘন্টা না পেরোতেই আবারও গুলিবিদ্ধ অটোরিকশা চালক

প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইদ্রিস আলী নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে মোবাইল ফোনে যোগযোগ করা হলেও তাদের কোন সারা পাওয়া যায়নি। 

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন, গুলির ঘটনার বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে পরে জানাবো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন জানা যায় পুলিশ সূত্রে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status