|
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার ঘটনাটি তাড়াশ থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হেমনগর গ্রামের মো: আব্দুল করিম(৬০), মো: শাহ আলম(৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন(৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন(৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম(৩২) ও স্বপন আলী (৩৬)। এরা সবাই একই পরিবারের সদস্য হওয়ায় এলাকায় আলোচনার ঝড় তুলেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার হেমনগর গ্রামে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৮ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের আশিক উল্লার সাথে হেমনগর গ্রামের উল্লেখিত আসামীদের সংঘর্ষ হয়। এতে মামলার বাদী আশিক উল্লা গুরুতর জখম হোন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে সিরাজগঞ্জ ফৌজদারী আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড দেয়। পেশকার আশিকুর রহমান বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোওয়ানা জারি করে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামীদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। আইনী কার্যক্রম শেষে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
