ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
ইউক্রেন সফরে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 November, 2025, 7:49 PM

ইউক্রেন সফরে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি

ইউক্রেন সফরে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি

বিশ্বব্যাপী মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারও ইউক্রেন সফর করেছেন। তবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তার এই গোপন সফর অপ্রত্যাশিত এক ঘটনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকো।

বুধবার (৫ নভেম্বর) ইউক্রেনীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলি দক্ষিণ ইউক্রেনের খেরসনসহ সম্মুখভাগের কয়েকটি শহর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলার পরপরই এই সফর অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে এটি ছিল জোলির ইউক্রেনে দ্বিতীয় সফর। ২০২২ সালে রাশিয়া আক্রমণের পর তিনি প্রথমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ সফর করেছিলেন। এবার তিনি আরও ঝুঁকিপূর্ণ এলাকায়- দক্ষিণ ইউক্রেনের খেরসনসহ সামনের সারির বেশ কয়েকটি যুদ্ধবিধ্বস্ত শহরে যান।

সফরের সময় জোলি স্থানীয় শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড ও জরুরি সেবা কেন্দ্র পরিদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে শিশুদের সঙ্গে কথা বলছেন এবং আহতদের সান্ত্বনা দিচ্ছেন।

তবে সফরের মাঝপথেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্য যিনি তার ড্রাইভার ছিলেন তাকে আটক করে ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, জোলির এই সফর ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই সম্পন্ন হয়েছিল এবং তিনি সীমান্ত হেঁটে পার হয়ে দেশে প্রবেশ করেন। পরে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি বিবৃতি প্রকাশ করলেও তা দ্রুত মুছে ফেলে এবং ঘটনার সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status