ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা বিচারের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Thursday, 6 November, 2025, 6:25 PM

শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরের নকলায় দায়িত্ব পালনরত অবস্থায় নিজ অফিসে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর দুর্বৃত্তদের শারিরিক হামলার তীব্র প্রতিবাদ,  সুষ্ঠু বিচার এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ ও মানববন্ধনের আয়োজন করে। 
 
মানববন্ধনে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চদ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা প্রকৌশলী সামছুল হক রাকিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য বুধবার (৫ নভেম্বর) বেলা আনুমানিক আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে যান উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫)। ওইসময় বাহিরে অপেক্ষা করছিলেন ছাত্রদলকর্মী ফজলু (৩২)। কাইয়ুম কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কাছে কৃষি প্রণোদনা বিএনপির কোন কোন নেতাকে দেওয়া হয়েছে জানতে চান এবং ছাত্রদলের ভাগ তাঁকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক বিষয়টি মোবাইল ফোনে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানকে জানালে কাইয়ুম আরও ক্ষিপ্ত হন এবং কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে চড় মারেন। পরে কাইয়ুম কৃষি কর্মকর্তাকে টেনেহিঁচড়ে অফিসকক্ষের বাহিরে নিয়ে ফজলু ও কাইয়ুম মিলে মারধর করতে থাকলে আশপাশের লোকজন গিয়ে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন।

বিষয়টি নিয়ে ওইদিন কৃষি কর্মকর্তা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম ও সদস্য ফজলুকে অভিযুক্ত করে নকলা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ একটি নিয়মিত মামলা রুজু করে। 

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম পলাতক থাকায় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান অফিসে ঢুকে রাহাত হাসান কাইয়ুম নিজেকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পরিচয় দিয়ে কৃষি প্রণোদনার ছাত্রদলের ভাগ চেয়ে গালিগালাজ শুরু করেন। আমি বিষয়টি মোবাইল ফোনে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমানকে জানানোর পর কাইয়ুম উত্তেজিত হয়ে আমাকে চড়ে মারেন এবং আমাকে টেনেহিঁচড়ে অফিসকক্ষ থেকে বের করে তাঁর সাথে আসা ছাত্রদলকর্মী জুয়েলকে নিয়ে আমাকে মারধর করেন। 

নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান বিষয়টি নিয়ে নকলা থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status