ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা সহজভাবে নিচ্ছে না বিএনপি: আমীর খসরু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 6 November, 2025, 8:39 PM

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা সহজভাবে নিচ্ছে না বিএনপি: আমীর খসরু

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা সহজভাবে নিচ্ছে না বিএনপি: আমীর খসরু

নির্বাচনী জনসংযোগকালে প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না। 

তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা এই বিভেদের সুযোগ নিচ্ছে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং নিয়ন্ত্রণে আনা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টাকারীরা নিজেদের পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে।

বিএনপির সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে আমীর খসরু বলেন, সংস্কারের জন্য যারা কথা বলছেন তাদের জানা উচিত, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বেগম জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ২৭ দফা, পরে ৩১ দফা প্রস্তাব দেন। এর লক্ষ্য ছিল দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া এবং জাতীয় সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের সন্তান। খালেদা জিয়ার মতোই তিনি স্বৈরাচারকে বিতাড়িত করার সংগ্রাম চালিয়েছেন। অন্য দল যখন সংস্কারের উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না, বিএনপি তখন ৩১ দফা প্রস্তাব দিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে এলাহি। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুল আহসান ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দিল রওশন জিন্নাত, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status