|
ভূমিদস্যুদের হাত থেকে পুকুর রক্ষার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() ভূমিদস্যুদের হাত থেকে পুকুর রক্ষার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এ সময় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক সমাজের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, আইনজীবী আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, সমাজসেবী সুমি খাতুন প্রমুখ। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তিমোড় সংলগ্ন ডোমেন সিং এর পুকুর ও পুকুর পাটাল পৌর এলাকার ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডের আজাইপুর, আরামবাগ, শংকরবাটী, রামকৃষ্টপুর গ্রামের বাসিন্দারা জন্মকাল থেকে ব্যবহার করে আসছে। এই পুকুরেই এই দুই ওয়ার্ড ছাড়াও আশেপাশের এলাকার অনেক পরিবার নিজেদের কাপড় পরিস্কারসহ দৈনন্দিন গোসল করে থাকেন। এছাড়া বিকাল ও সন্ধ্যায় এলাকার অনেক বয়োজেষ্ঠ্য পুকুর পাড়ে বসে আলাপচারিতায় ব্যস্ত থাকেন। ![]() ভূমিদস্যুদের হাত থেকে পুকুর রক্ষার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এ সময় মানববন্ধনে ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর দুলাল আলী, সাবেক কাউন্সিলর সেরাজুল ইসলাম জার্জিস, আরামবাগ নতুনপাড়ার ওয়াহেদুজ্জামান, পোল্লাডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম পলাশ, রামকৃষ্টপুর মহল্লার মিজানুর রহমান মিজান, মোতালেব, জিয়াউর রহমান ও হাজী আফজালসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
