|
রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল রাজশাহী জেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ করে বাগমারা উপজেলার শিক্ষার্থী তোফাজ্জল হোসেন প্রথম স্থান অধিকার করেন। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা ক্রীড়া সমিতির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়। সনদে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। আয়োজক সূত্র জানায়, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। তোফাজ্জল হোসেনের এ সাফল্যে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
