ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
সাবিনা-কৃষ্ণা ম্যাজিকে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 January, 2026, 3:32 PM

সাবিনা-কৃষ্ণা ম্যাজিকে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

সাবিনা-কৃষ্ণা ম্যাজিকে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফুটসালের আঙিনায় একেবারেই আনকোরা একটি দল। মাঠের ফুটবল থেকে উঠে আসা ফুটবলারদের অধিকাংশই এই সংস্করণে নতুন। অথচ প্রথমবার সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেই নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশ। 

থাইল্যান্ডের ব্যাংককে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে সাবিনা খাতুনরা।

বৃহস্পতিবার ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচের শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশ। প্রথম ম্যাচের দাপুটে ফুটবল দ্বিতীয় অর্ধেও ধরে রাখেন কৃষ্ণা-নীলারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-১ গোলে উড়িয়ে দিলেও বাংলাদেশের কৌশলী ফুটবলের কাছে হার মানতে হয়েছে ভারতীয়দের।

ম্যাচের শুরু থেকেই গোছালো আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে বাংলাদেশ।
গোল করার সুযোগ তৈরিতে অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। 

প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন সাবিনা। দুবারই গোলের উৎস ছিল কৃষ্ণার নিখুঁত পাস। প্রথমে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণার সহায়তায় সার্কেলে ঢুকে গোল করেন সাবিনা।
এরপর আবারও ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুণি পাস নিখুঁত টোকায় জালে জড়ান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

বিরতির পর নিজেদের আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মাতসুশিমা সুমাইয়া। খেলার শেষ দিকে ভারত একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় আটকাতে পারেনি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভুটান।
আগামী শনিবার মাঠে নামবে দুই দল। ভুটান নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status