|
অনড় অবস্থান থেকে ছাড় দিয়ে ক্রিকেটারদের নতুন দাবি, বিসিবি কি বলছে?
নতুন সময় প্রতিবেদক
|
![]() অনড় অবস্থান থেকে ছাড় দিয়ে ক্রিকেটারদের নতুন দাবি, বিসিবি কি বলছে? ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। “বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।” এই সংবাদ বিজ্ঞপ্তির আগ পর্যন্ত নাজমুল ইসলামের পদত্যাগকেই একমাত্র সমাধান হিসেবে বলে আসছিল কোয়াব। এবার সেখানে ছাড় দিয়েছে তারা। “বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি সূত্র থেকে জানা গেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি নন নাজমুল। শুক্রবার থেকে বিপিএলের খেলা চলবে কি না, খেলা চালু হলে বৃহস্পতিবারের ম্যাচ দুটির ভাগ্যে কী হবে, বিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
