ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 January, 2026, 10:39 AM

চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা

চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা

কয়েক দিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানানো হয়েছে—এমন আলোচনাই এখন চলছে।

এই অবস্থাতেই আজ শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান। জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে।

মাঠের ক্রিকেটে ভারত–বাংলাদেশ বৈরিতা নতুন নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নো–বল বিতর্ক বাংলাদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। পরবর্তী সময়ে নানা ঘটনার মধ্য দিয়ে সেই উত্তাপ আরও বেড়েছে। বড় মঞ্চে ভারতের বিপক্ষে জাতীয় দলের সাফল্য সীমিত হলেও যুব বিশ্বকাপে বাংলাদেশের স্মৃতি তুলনামূলকভাবে উজ্জ্বল। ২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এ ছাড়া ২০২৪ সালে এশিয়া কাপের ফাইনালেও ভারতের অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়ে–নামিবিয়া বিশ্বকাপে অংশ নিতে গেছেন। তবে সেখানে গিয়ে প্রস্তুতিতে পুরোপুরি স্বস্তি পায়নি দলটি। বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতেও বাধা এসেছে। এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো একটি ভিডিও বার্তায় নাভিদ নেওয়াজ বলেন, ‘কাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলব, আমার মনে হয় না এটা কোনো বিষয়। প্রস্তুতি ম্যাচে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রতিপক্ষ কী বলল, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে, তবে আবহাওয়া বা কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা সেগুলো নিয়ে চিন্তা করছি না।’

ভারতের বিপক্ষে ম্যাচের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল খেলবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ জানুয়ারি।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্সে উঠবে। সেখানে দুটি গ্রুপে ছয়টি করে দল খেলবে। সুপার সিক্স পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে জায়গা পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status