ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৩ মাঘ ১৪৩২
বিচ্ছেদের পর কেমন আছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 January, 2026, 3:35 PM
সর্বশেষ আপডেট: Thursday, 15 January, 2026, 3:36 PM

বিচ্ছেদের পর কেমন আছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা?

বিচ্ছেদের পর কেমন আছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা?

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে তার এই নতুন পথচলা ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে এই খবরে অনেকের কৌতূহল—রাফসানের প্রাক্তন স্ত্রী সানিয়া সুলতানা এশা বর্তমানে কী করছেন?

২০২০ সালে ভালোবাসার সম্পর্ক থেকে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। প্রায় তিন বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০২৩ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় নানা গুঞ্জন শোনা গেলেও দু’পক্ষই ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রাখেন।

বিচ্ছেদের পর নিজের পেশাগত জীবনেই মনোযোগ দিয়েছেন এশা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এস্তে এসথেটিক হাসপাতাল-এ এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। কসমেটিক মেডিসিন খাতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন তিনি।

গত ৩১ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন এই দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে এশা লেখেন, এস্তে মেডিকেল বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতার পর এই নিয়োগ তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এতে পেশাগত দায়িত্ব যেমন বেড়েছে, তেমনি শেখার সুযোগও আরও বিস্তৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে এশা তার কর্মস্থলের ম্যানেজমেন্ট ও শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জীবনের এই নতুন অধ্যায়ে সবার দোয়া কামনা করেন তিনি।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে পেশাগত সাফল্যের দিকেই এখন এগিয়ে যাচ্ছেন সানিয়া সুলতানা এশা—এমনটাই মনে করছেন তার অনুসারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status