ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 January, 2026, 3:33 PM

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিবে এই ডিভাইসটি।

স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে স্ক্রলিং হবে আরও স্মুথ এবং বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এই ফোনের ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ ও বেটার পারফরম্যান্স দিবে। 

দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে যোগ করা হয়েছে আইপি৬৪ যা দেয় ধুলো ও পানি থেকে সুরক্ষা সাথে রয়েছে ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন। ব্যবহারকারীর সুবিধা ও নিরাপদ আনলকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন, যা ফাস্ট ও ক্লিয়ার ছবি তুলতে সহায়তা করে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরাতেই সেগমেন্টে ভালো ফটোগ্রাফি আউটপুট দিবে সাথে ডুয়াল ফ্ল্যাশ থাকায় কম আলোতেও পাওয়া যাবে ভালো মানের ছবি। 

স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে টেকনো এআই যার একাধিক স্মার্ট টুল যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলে। এর মধ্যে তাৎক্ষণিক সহায়তার জন্য রয়েছে ‘আস্ক এলা’, সহজে ও দ্রুত তথ্য বুঝতে সহায়তা করে ‘ওয়েব সামারি’, ফটো বেসড প্রবলেম সলভিং, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’ সুবিধা যা ভাষাগত যোগাযোগকে করে আরও সহজ এছাড়াও আরও অনেক এআই ফিচার। 

ফোনটির দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ সুবিধা হিসেবে যোগ করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০ যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা সম্ভব। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমের স্পার্ক গো ৩ ব্যবহারকারীদের দেয় একটি স্মুথ অভিজ্ঞতা। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও এফএম রেডিও। 

দুর্দান্ত ফিচারের এই ফোনটি বাংলাদেশের সব টেকনো আউটলেটে ফোনটি পাওয়া যাবে। এর ৬৪ জিবি+৮ জিবি (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); এবং ১২৮ জিবি + ৮ জিবি (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ।
টেকনো স্পার্ক গো ৩ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd  অথবা সর্বশেষ আপডেট ও বিশেষ অফারের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status