ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 1:41 PM

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত ও দেশে সংযোজিত উভয় ধরনের মোবাইল ফোনের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর জারি করা এক প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে আলাদা আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে মোবাইল ফোন সংযোজনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুটি প্রজ্ঞাপন কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। একইভাবে, ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে।

সরকার মনে করছে, আমদানি ও সংযোজন—উভয় পর্যায়ে শুল্ক হ্রাসের ফলে মোবাইল ফোন শিল্পে ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা বজায় থাকবে। একই সঙ্গে গ্রাহকরা তুলনামূলক কম দামে উন্নতমানের স্মার্টফোন কিনতে পারবেন। এতে স্মার্টফোন ব্যবহারের পরিধি বাড়বে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।

এনবিআর জানিয়েছে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও স্মার্ট সেবা বিস্তারের লক্ষ্যে ভবিষ্যতেও মোবাইল ফোনসহ তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর কর ও শুল্ক কাঠামো জনবান্ধব করার উদ্যোগ অব্যাহত থাকবে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোবাইল ফোনের দামে এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status