ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 19 October, 2025, 3:07 PM

শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় শহরের প্রবেশদ্বার বিশ^রোড মোড় সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের সামনে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতি-নজেকশিকস এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।

এ সময় জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ কবির প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, আদীকাল থেকে একজন শিক্ষক জাতী গঠনে অপরিসীম ভূমিকা রাখেন। কিন্তু সেই শিক্ষকরাই হন নিগৃহিত ও নির্যাতিত। এই দূর্মূল্যের বাজারে সরকারের নানা প্রকল্পে ব্যয় বৃদ্ধির অনুমোদন হয়, অনেক সেক্টরের কর্মকর্তা কর্মচারীর বেতন বৃদ্ধি পায়। কিন্তু শিক্ষক শ্রেণী বরাবরের মতই থাকে অবহেলিত। তারা ন্যায্য দাবী আদায় করতে গেলে পুলিশ প্রশাসন দ্বারা হয় নির্যাতিত। আর তাই রাজধানী ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিকিৎসাভাতা ১৫০০ টাকা, বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেয়ার আহŸান জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ¦ মো. লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মো. মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. নজরুল ইসলাম শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষকদেও দাবী মেনে নিতে অন্তর্ববর্তী সরকারের প্রতি জোড় দাবী জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, কানসাট সলেমান মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোত্তালেব হোসেন, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ সারোয়ার আলম, সহকারী অধ্যাপক দিলসাদ তাহমিনা, রানিহাটি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক, শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, শ্যামপুর হাজী মমতাজ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরুক আহম্মেদ, শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, দিয়াড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাজেমান আলি, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, আলিনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, আলহাজ্ব আব্দুস সামাদ কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, বিএম কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম এবং কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিউজ্জামানসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status