ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
ময়মনসিংহে কোটি টাকার ভূমি আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেফতার
মো: আতিকুল ইসলাম (শাওন), ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 19 October, 2025, 3:06 PM

ময়মনসিংহে কোটি টাকার ভূমি আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেফতার

ময়মনসিংহে কোটি টাকার ভূমি আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেফতার

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ সরকারি অর্থ আত্মসাৎ করতে ভুয়া ওয়ারিশান সনদ ও জাল দলিল তৈরির অভিযোগে ময়মনসিংহে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যেখানে সরকারি অর্থ লুটে নেওয়া হয়েছে এক কোটি টাকারও বেশি।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শফিকুল ইসলাম (৪৪), পিতা-মোঃ রোস্তম, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং মোঃ রোকন উদ্দিন (৪০), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোছাঃ রোকিয়া খাতুন, সাং-দক্ষিণ চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

তারা এল.এ. কেস নং-০৪/২০২২-২০২৩ মূলে কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া মৌজার ০.২৫০০ একর ভূমির ক্ষতিপূরণ বাবদ মোট ১,২৩,১৪,৫১২ টাকা ৫৯ পয়সা (এক কোটি তেইশ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত বার টাকা ঊনষাট পয়সা) উত্তোলন করে আত্মসাৎ করেন।

তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, আসামিরা ভুয়া একটি ওয়ারিশান সনদ তৈরি করে অন্যের নামে থাকা দলিল নং-৭২৩৫ নিজেদের নামে দেখিয়ে প্রতারণা করেন। ভূমিটির প্রকৃত মালিক তারা নন, এমনকি তাদের পূর্বপুরুষেরও কোনো মালিকানা ছিল না।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র, যারা ময়মনসিংহ শহরে নানাভাবে জাল কাগজপত্র ও ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে সরকারি অর্থ আত্মসাৎ করে আসছে।

ঘটনার পর আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, তদন্তের মাধ্যমে পুরো চক্রের কার্যক্রম উদঘাটন ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের পথ খুলে যাবে।

প্রশাসনের পক্ষ থেকে ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতি থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দালাল ও জাল দলিল চক্রের কার্যক্রম রোধে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status