|
বার্জার পেইন্টসের সিএফওকে ঘিরে সংবাদে কোম্পানির স্পষ্ট ব্যাখ্যা
নতুন সময় ডেস্ক
|
![]() বার্জার পেইন্টসের সিএফওকে ঘিরে সংবাদে কোম্পানির স্পষ্ট ব্যাখ্যা এক বিবৃতিতে বার্জার পেইন্টস বাংলাদেশ জানায়, উল্লিখিত বিষয়টি এমন এক সময়ের সঙ্গে সম্পর্কিত, যখন সাজ্জাদ রহিম চৌধুরী টেলিকম খাতের একটি ভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন। এটি চৌধুরীর ব্যক্তিগত কোনো মামলা নয় এবং এর সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোনো সংশ্লিষ্টতাও নেই। বিবৃতিতে আরও বলা হয়, বার্জার পেইন্টস বাংলাদেশ সর্বদা সর্বোচ্চ আর্থিক সততা, স্বচ্ছতা ও নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো আর্থিক অনিয়ম বা অনৈতিক কার্যক্রমের অভিযোগ নেই। কোম্পানি সকল অংশীজন ও সাধারণ জনগণকে যাচাই-বাছাই করা তথ্যের ওপর নির্ভর করতে এবং কোনো ধরনের গুজব বা অনুমান থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি সর্বদা জবাবদিহিতা ও স্বচ্ছতার নীতিতে পরিচালিত হচ্ছে এবং শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তাঁদের অব্যাহত সমর্থনের জন্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
