|
সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
আমজাদ হোসেন, সরাইল
|
![]() সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু কোট্রাপাড়া এলাকায় এখন সুখের ছায়া বইছে, শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার উত্তর কুট্টাপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। জানা যায়, আদনান কিছুদিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সাথে বাড়ির পুকুরের পাশে খেলা করেছিল। খেলার এক পর্যায়ে অসর্তকবশত দুইজনই পুকুরের পানিতে ডুবে যায় স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদদের সন্ধ্যান পাইনি। পরে দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন। পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
