ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 8 November, 2025, 4:06 PM

সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, (৮ নভেম্বর)  সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক নিয়োগ, পরীক্ষার প্রস্তুতি এবং মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ;
বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি গাউসিয়া কমিটি   ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

সভায় সভাপতিত্ব করেন মোঃ হোসাইন, সভাপতি, মাদ্রাসা পরিচালনা পর্ষদ। সঞ্চালনা করেন আবদুল বারী, ভারপ্রাপ্ত সুপার।

সভায় বক্তারা বলেন, সমাজে শিক্ষার আলোকবর্তিকা জ্বালাতে হলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় অপরিহার্য। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কোরআন-হাদীসের পাশাপাশি সাধারণ জ্ঞানেও সমান দক্ষ হয়ে গড়ে ওঠে—এ জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এসময় আলোচনা হয়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মাদ্রাসার সুপার ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, ২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রস্তুতি কার্যক্রম, পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এবং বার্ষিক পরীক্ষার রূপরেখা, মাদ্রাসার পরিচালনা কমিটি পুনর্গঠন ও প্রশাসনিক উন্নয়ন বিষয়ে।

বক্তারা বলেন, অভিভাবকরা যদি সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নবান হন, তাহলে মাদ্রাসার সামগ্রিক শিক্ষার মান আরও উন্নত হবে।

সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি সেলিম উদ্দিন বাহারী বলেন,  “মাদ্রাসা হচ্ছে মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের কেন্দ্র। এখান থেকে শিক্ষিত ও সৎ নাগরিক তৈরি হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় চেতনা গঠনে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের যৌথ দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরো বলেন, “মাদ্রাসাগুলো শুধু ধর্মীয় জ্ঞান নয়, নৈতিক ও সামাজিক শিক্ষার কেন্দ্র। এখান থেকেই আদর্শ মানুষ গড়ে ওঠে। অভিভাবকরা যদি সন্তানদের প্রতি আরও মনোযোগী হন, তবে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে।”

বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “একটি প্রতিষ্ঠান উন্নতির শিখরে পৌঁছাতে হলে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও একতা জরুরি। সিঙ্গিনালা মাদ্রাসা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী।”

সভায় আরও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং উপস্থিত অভিভাবকরা। তারা সবাই শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status