ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 6 November, 2025, 5:14 PM

নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি

নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়রা পাইকগাছা আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পির আগমনে জনতার ঢল নামে। 

বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১১ টায় পাইকগাছার প্রবেশ দ্বার শাপলা চত্বরে পৌঁছালে শত শত নেতাকর্মী ধানের শীষ ও ফুল দিয়ে তাকে বরণ করেন নেন। দুপুর ১২ টায় শাপলা চত্বর থেকে রওনা দিয়ে পাইকগাছায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা মটরসাইকেল বহর ও পায়ে হেঁটে নেতাকর্মীদের সাথে মিছিল সহকারে পাইকগাছা প্রেসক্লাবে কর্মীসভা ও প্রচার মিছিলে যোগদান করেন। 

দুপুর ১ টায় শুরু হওয়া কর্মীসভা ও প্রচার মিছিলে প্রবেশ করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। এর পর শুরু হয় কর্মীসভা ও প্রচার মিছিলের বক্তব্য প্রদান। এসময় অধির আগ্রহে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি তার বক্তব্য বলেন, কয়রা পাইকগাছা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হলে আমার দ্বারা কেউ বৈষম্যের শিকার হবে না। 

ন্যায্য অধিকার আদায়ের আমি সবসময়ই জনগণের জন্য কাজ করে যাব। তিনি আরো বলেন, আমি যদি বিএনপির নেতাকর্মীরা মন দিয়ে কাজ করে তাহলে এক মাসের মধ্যে দাড়ি পাল্লা প্রার্থীর খোজ থাকবে না। সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সব এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে বসে ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনি'র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড,জিএ সবুর, সাধারণ সম্পাদক এ্যাড,আবু সাঈদ, আশরাফুল আলম নান্নু, কৃষকদলের জেলা সভাপতি মোল্ল্য কবির হোসেন, সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের জেলা সম্পাদক আব্দুল মান্নান মিস্ত্রি। 

পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা এসএম এমদাদুল হক, শাহাদাৎ হোসেন ডাবলু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী, আবুল হোসেন প্রমুখ। 

সমাবেশে শেষে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর সদরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গনসংযোগসহ ভোট প্রার্থনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status