|
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তরনীকান্তর শেষকৃত্য সম্পন্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তরনীকান্তর শেষকৃত্য সম্পন্ন তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জয়নাল আবেদীন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী, আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অধির চন্দ্র, ভরতের চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা প্রমুখ। পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৬ নম্বর সেক্টরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সবার প্রিয় হয়ে ওঠেন। বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত মৃত্যুকালে তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
