|
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপন ও কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
মো: ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপন ও কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নাঙ্গলকোটে দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস না থাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করতে বড় ধরনের সমস্যা দেখা দেয়। ফলে প্রাণহানি ও সম্পদহানির ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। দ্রুত ফায়ার সার্ভিস স্থাপনই এলাকার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। বক্তারা বলেন, কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবিও দীর্ঘদিনের জন-আকাঙ্ক্ষা। প্রশাসনিক সেবার উন্নয়ন, দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও জনসাধারণের সুবিধার্থে কুমিল্লাকে বিভাগ করা এখন সময়ের দাবি। মানববন্ধনে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয়,নাঙ্গলকোট সরকারি কলেজ ও নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা ও বেগম জামিলার ছাত্র ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
