|
পাইকগাছায় ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগে এলাকাবাসীর
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগে এলাকাবাসীর স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়ক ও ব্রিজটির কোনো সরকারি সংস্কার কার্যক্রম না থাকায় এলাকাবাসী নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল সচল রেখেছিল। কিন্তু উলুবুনিয়া নদীর উপর ব্রিজটি ভেঙে পড়ায় এখন ওই রাস্তাটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ ও রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। তারা স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজ ও সড়ক পুনর্নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি আমাদের জীবনের সঙ্গে জড়িত। এটি শুধু একটি রাস্তা নয়-এটি আমাদের নিত্যদিনের জীবনযাত্রার অংশ। আমরা দ্রুত সরকারি হস্তক্ষেপ চাই। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসী আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ যোগাযোগপথটি পুনরায় সচল করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
