গলাচিপায় তথ্য অধিকার আইনে আবেদন নিতে অস্বীকৃতি ও প্রশাসনের হস্তক্ষেপে গ্রহণ
জসিম উদ্দিন, পটুয়াখালী
|
![]() গলাচিপায় তথ্য অধিকার আইনে আবেদন নিতে অস্বীকৃতি ও প্রশাসনের হস্তক্ষেপে গ্রহণ বাঁশবুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার এর নিকট তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন প্রদান করা হলে তিনি সে আবেদন না রেখে ছুড়ে ফেলে দেন এবং বলে আপনাকে কেন তথ্য দিব আপনারা কে.? আপনারা আসছেন চা- বিস্কুট খেয়ে চলে যাবেন। এ মাদ্রাসার বিষয়ে আপনাদের তথ্য চাওয়ার অধিকার নাই। পরে বিষয়টি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানকে অবহিত করলে মুঠোফোনে ঐ অধ্যক্ষকে আবেদন গ্রহণ করতে বলেন। এরপরে আবেদন গ্রহণ করে। যেসব বিষয়ে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে তা হলো, মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত তথ্য, এবতেদায়ী প্রধান নিয়োগ সংক্রান্ত তথ্য, মাদ্রাসার আয়-ব্যয় হিসাবের তথ্য ও কমিটির তালিকা। উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ বুধবার নিয়োগ সংক্রান্ত তথ্য চাইতে গেলে ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং রবিবার দেওয়ার কথা বলে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |