হাটহাজারীতে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() হাটহাজারীতে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকার শাহ আমানত কলোনি থেকে তাকে আটক করা হয়। হাটহাজারী মডেল থানার মামলা নং-৩০, তারিখ-৩০-০৯-২০২৫ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(১) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আনুমানিক ১টার সময় আসামি আনোয়ার হোসেন প্রতিবন্ধী তরুণী রাজিয়া আক্তারকে (২১) নগদ টাকা ও বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেয়। এরপর ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে অভিযোগে উল্লেখ রয়েছে। ভিকটিম রাজিয়া আক্তার শাহ আমানত কলোনির বাসিন্দা। তিনি মো. কবির ও ফাতেমা বেগমের মেয়ে। ঘটনার পরপরই ভিকটিমের বাবা মো. কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কো-অর্ডিনেটর বিভাগে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি জানান, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |