বাগমারায় ৮২টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় ৮২টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব রোববার ২৮ সেপ্টেম্বর থেকে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মন্দিরে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনা শুরু হয়। শান্তিপূর্ণ ভাবে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি রয়েছে আনসার সদস্য। অন্তর্বর্তী সরকারের সময় পূজা অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাগমারার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ বলেন, প্রশাসনের পাশাপাশি আমরাও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক মোতায়ন করেছি। দুর্গাপূজা কিনে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও প্রশাসনের সহযোগিতা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার যে ৮২ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, বাঙ্গালপাড়া দূর্গা মন্দির, রামগুয়া দূর্গা মন্দির, খয়রা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দির, বিনোদপুর পূজা মন্দির, শংকরপৈ মন্দির, সৈয়দপুর আখড়া পূজা মন্দির, সৈয়দপুর হরিতলা দূর্গা মন্দির, সৈয়দপুর ডাঙ্গাপাড়া দূর্গা মন্দির, খৰ্দ্দকৌড় পূজা মন্দির, বুজরুক কৌড় পূজা মন্দির, মধ্য দৌলতপুর দূর্গা মন্দির, হাসনীপুর (মাদারীগঞ্জ) কালি মন্দির, মহব্বতপুর দক্ষিন পালপাড়া দূর্গা মন্দির, মাধাইমুড়ি প্রগতিশীল সনাতন সংঘ মন্দির, মোহনগঞ্জ বাজারপাড়া দূর্গা মন্দির, চান্দেরআড়া দূর্গা মন্দির, মহব্বতপুর উত্তর পালপাড়া দূর্গা মন্দির, হাসানপুর দূর্গা মন্দির, হাসানপুর মধ্যপাড়া দূর্গা মন্দির, খাঁপুর দূর্গা মন্দির, রনশীবাড়ী দূর্গা মন্দির, বারইপাড়া দূর্গা মন্দির, ঝাড়গ্রাম দূর্গা মন্দির, দামনাশ ঋষিপাড়া পূজা মন্দির (১), শালজোড় সার্বজনীন পূজা মন্দির, হাতরুম উত্তরপাড়া সার্বজনীন মন্দির, গোবিন্দপাড়া দূর্গা মন্দির, চাইসারা রাধা গোবিন্দ মন্দির, পাঁশুড়িয়া সার্বজনীন মন্দির, গোবিন্দপাড়া (হরিপুর) দূর্গা মন্দির, দামনাশ ঋষিপাড়া পূজা মন্দির (২), গুয়াবাড়ী দূর্গা মন্দির,বড় কয়া দূর্গা মন্দির, বড় বিহানালী কালী মন্দির, সিন্দুর লং দূর্গা মন্দির, পূর্ব দৌলতপুর পূজা মন্দির, সাঁইধাড়া দূর্গা মন্দির, ফুলপুর দূর্গা মন্দির, হাট গাঙ্গোপাড়া পূজা মন্দির, সাঁইধাড়া দূর্গা মন্দির, বামনীগ্রাম দূর্গা মন্দির, কোন্দা সনাতন সংঘ, চাঁইপাড়া দূর্গা মন্দির,গোয়ালকান্দি বাজার দূর্গা মন্দির, কামারখালী পালপাড়া পূজা মন্দির,উদপাড়া দূর্গা মন্দির, কামারখালী পুন্ডরী পাড়া দূর্গা মন্দির, কামারখালী পশ্চিমপাড়া হিমাংশ প্রতি মন্দি, সেনপাড়া দূর্গা মন্দির (উত্তরপাড়া), তেলিপুকুর দূর্গা মন্দির, চেউখালী দূর্গা মন্দির, রামরামা লক্ষ্মী মাতা মন্দির,সেনপাড়া দূর্গা মন্দির৷ বড় মাধাইমুড়ি পূজা মন্দির, বড় মাধাইমুড়ি দক্ষিণপাড়া পূজা মন্দির, বীরকুৎসা হাটখোলা সার্বজনীন দূর্গা মন্দির, বীরকুৎসা উত্তরপাড়া মাহিষ্যসম্প্রদায় দূর্গা মন্দির, কাতিলা ষষ্টিতলা মন্দির, গাঙ্গোপাড়া মাতৃ সার্বজনীন মন্দির, তালঘড়িয়া দূর্গা মন্দির, কাচারী কোয়ালীপাড়া দূর্গা মন্দির, সোনাডাঙ্গা সার্বজনিন পূজা মন্দির, বিলশনি দূর্গা মন্দির, ভবানীগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্দির, উত্তর একডালা ঋষিপাড়া পূজা মন্দির, রামকৃষ্ণপুর হালদারপাড়া দূর্গা মন্দির, পাহাড়পুর ঋষিপাড়া দূর্গা মন্দির, রামকৃষ্ণপুর দূর্গা মন্দির, তাহেরপুর পঞ্চ মন্দির, তাহেপুর শ্রী শ্রী গোবিন্দ মন্দির, তাহেরপুর বৃন্দাবন তলা মন্দির,তাহেরপুর ব্রম্ভ মন্দির, তাহেরপুর গৌরাঙ্গের আখড়া মন্দির, তাহেরপুর দোল মন্দির, পথিক সংঘ মন্দির, তাহেরপুর রক্ষা কালি মাতার মন্দির, বরানই ক্লাব মন্দির, বোড়ই তলা দূর্গা মন্দির, ছোটন চৌধুরীর বাড়ী মন্দির, নারান সাহার বাড়ীর মন্দির, তাহেরপুর জেলেপাড়া গঙ্গামাতা মন্দির এবং জয় জগন্নাথ সংঘ মন্দির।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |