ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
কাশিমপুরে দরজা ভেঙে দুই বছরের শিশুকে অক্ষত উদ্ধারে ফায়ার সার্ভিস
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 9:47 PM

কাশিমপুরে দরজা ভেঙে দুই বছরের শিশুকে অক্ষত উদ্ধারে ফায়ার সার্ভিস

কাশিমপুরে দরজা ভেঙে দুই বছরের শিশুকে অক্ষত উদ্ধারে ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর কাশিমপুরের ভবানীপুর (বটতলা) এলাকায় ঘরের ভেতর আটকা পড়ে থাকা দুই বছরের এক শিশুকে দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আবেগ-উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলার ছলে হঠাৎ নিজের রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। পরিবারের সদস্যরা বাইরে থেকে বারবার চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন। এ অবস্থায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটিকে উদ্ধারে চেষ্টার পাশাপাশি চারপাশের প্রতিবেশীদের ডাকতে শুরু করেন।

উদ্বিগ্ন পরিবার রাত ১০টা ৪৭ মিনিটে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৫২ মিনিটে উদ্ধার অভিযান শুরু করেন।

স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৩ মিনিটের চেষ্টার পর একপর্যায়ে রাত ১১টা ৫ মিনিটে দরজা ভেঙে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই জানান, শিশুটিকে পুরোপুরি সুস্থাবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিল, তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হন এবং উদ্বেগের সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিশুটিকে উদ্ধার করার পর এলাকায় স্বস্তি নেমে আসে। শিশুটির পরিবার ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “ফায়ার সার্ভিস না এলে শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগতো হয়তো। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ফায়ার সার্ভিসের তৎপরতা ও দক্ষতার প্রশংসা করেছেন। তারা মনে করেন, জরুরি পরিস্থিতিতে এমন দ্রুত সাড়া দেওয়া নিঃসন্দেহে জনগণের আস্থা বাড়াবে এবং নিরাপত্তা সচেতনতা আরও বৃদ্ধি করবে এবং বাহিনীটির প্রতি ইতিবাচক প্রভাব বিস্তার হবে সমাজে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status