ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
আলফাডাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 9:44 PM

আলফাডাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আলফাডাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নাসির গ্রুপের আয়োজনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র)  ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি  ও পৌর বিএনপি'র এই আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

বর্ণিল আনন্দ শোভাযাত্রা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা পৌর এলাকায় উপজেলা রোড পশুহাসপাতালের সামনে দলীয় কার্যালয় থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে নেতাকর্মীরা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে সমবেত হন। এ সময় তাঁদের হাতে ছিল দলের ব্যানারও ফেস্টুন। র‍্যালি চলাকালে 'প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। এ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন,ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম নাসির, কিন্ত তিনি অনিবার্য কারণ বসত উপস্থিত হতে পারেননি।  

প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য ছিল “তারুণ্যের প্রথম ভোট,  ধানের শীষের পক্ষে হোক।” 

অনুষ্ঠানের নেতৃত্বে  ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল হক রিপন,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক আহমেদ শিকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম রেজা, পৌর  যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, যুগ্ম আহ্বায়ক  মো: ইস্রাফিল মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা যুবদলের আহ্বান মো: শাহীন মোল্লা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান জিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিয়ামত হাসান পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন কাজল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর রহমান,  সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের শতশত দলীয়নেতাকর্মী উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সত:স্ফুর্থ ভাবে অংশ গ্রহণ করেন। 

এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় হাজারো  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেখানে অতিথিরা একসঙ্গে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করা হয়।

আলমগীর কবির, আলফাডাঙ্গা 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status